হে মহামতি, জন্মাবধি অন্ধ  আপনি ,
আজ অবেলায় স্মরণ করি আপনাকে ,
অন্ধত্ব মোহে প্রজন্ম গড়েছেন,
তাঁরা মুকুটই চিনেছে, আপনাকে চেনেনি...
দায় অস্বীকার কখনো সম্ভব নয়।


আজও ভার ন্যস্ত বিবেক দংশনে,
পথিকৃতের যোগ্যতায় প্রশ্ন উঠেছে,
অবাঞ্ছিত মরিচীকা আর মরুদ্যান
পাশাপাশি অবস্থানে, তবু অন্ধমন।
বুঝতে পারছেন না সেই মৃত অতীতকে...


নব প্রজন্মের ঠিকঠাক প্রশ্নে ,
দেবার মত কিছুই তো জবাব মিলবে না!
অন্ধের লক্ষণ, শুধু হাতড়ে যাওয়া।
ইতিহাস কূপে জন্ম নেয় অন্ধকার,
রোপণ করে বৈপ্লবিক ফল্গুর ধারা ...