ঢাক কাঁসরে             ভোর আসরে
             শুভ ষষ্ঠী ছন্দে ,
পুজো চাতাল           সাজে মাতাল
            শরৎ শিউলি গন্ধে।


কাশের দোলা           পাখনা তোলা
            পাখপাখালির মতো,
ছড়িয়ে তারে              মাঠের ধারে
            বেহিসাবি মন যতো!


তিতলি ওড়ে          আকাশে ঘোরে
              বুঝি বা বৃষ্টি আসে,
লক্ষ্মীসোনা               রেহাই দে না
            কচিরা নয় কি হাসে?


ঘন্টা নেড়ে                   ঠাকুর ঘরে
           ঢাকেতে পড়লো লাঠি,
রাত কাটিয়ে              আলো ফুটিয়ে
           জাগালো জীওন কাঠি।