দোতলার জানলার থেকে খোলা হাওয়া,
মেঘমল্লার রাগে কাঁপন জাগানো ছোঁয়া।
অপরিচিতের ভীড়ে অজানা পরিচয়,
পথ এতটুকু তবুও যাত্রী খুব কম নয়।
সবাই খুব তৎপর,
আকাশ-কালো ঝড়....


একদিনের দখলি স্বত্বের স্মৃতি ম্রিয়মান,
চঞ্চল আনাগোনা ছবি আছে নেই প্রাণ
সুতোকাটা ঘুড়ি উড়ে চলে যায় মোহনায়
জলে ভেজা সুতোটানে মাথা তুলে চায়
শেষে সলিল সমাধি,
গিলে নেয় যদি নদী ...


এখন কলির সন্ধ্যে, রাত বেশ দূরে ,
বুক ধড়ফড় চলমান পথিক নজরে,
কেউ আসে না, ব্যস্ত গতির আখড়ায়,
দেখে নিলাম আলো ঝলকে বৃষ্টি নেশায়,
এ বেহাগে সরগম,
না প্রেম সম্ভ্রম ...