তখনো এ দিনদুনিয়া আঁধারেই  ছিলো  ঘেরা,
সূর্য  ছিলো, চন্দ্র  ছিলো, ছিলো কোমল হৃদি,
স্বস্তি ছিলো,শান্তি ছিলো,ছিলো আলোয় ফেরা,
তখনো এ দিনদুনিয়া আঁধারেই ছিলো  ঘেরা!
সত্য ছিলো,সাম্য ছিলো,এখন সে পাল ছেঁড়া,
মানবতার লঙ্ঘনে আজ, কেড়েছেন সব বিধি,
তখনো এ দিনদুনিয়া আঁধারেই  ছিলো  ঘেরা,
সূর্য  ছিলো,চন্দ্র  ছিলো,ছিলো  কোমল হৃদি!