চাঁদের পাহাড়         কতই বাহার
      স্বপ্নসুখে তা দেখতে পাই,
পুষ্প মালায়          রঙিন নেশায়
     সাগরে চোখ জলে হারাই!


কল্প মেলায়        পাখির ডানায়
     উড়তে গিয়ে ঝাঁপিয়ে খুন,
অরণ্যদেব           হলো গায়েব
   বুকের মাঝেই বিঁধলো তূণ।


কখন কবে            মহোৎসবে
       বড়র দলে লেখাই নাম,
পরীর রাজ্যে     যাবার সাধ যে
     পূরায় না তার মনোস্কাম।