একবার এক‌টি নীলের গামলায়
এক‌টা শেয়াল পড়ে গেছিলো,
সেটা নিয়ে মস্তো এক গপ্পো হয়েছিল,
ছোটোবেলায় সে গল্প তো আমিও শুনেছি...

কিন্তু সেসব কথা নাতনীকে বোঝাই কীভাবে?
ও কখনো তো ধোপাই দেখেনি
নীলের গামলা আর দেখবে কেমন করে,
খুব বেশি হলে লণ্ড্রী গেছে, তাও দু একবার...


শেয়ালের ডাক শোনা ন্যাশনাল জিওগ্রাফিতে,
একবার অবশ্য দেখেছেও চিড়িয়াখানায়
তবুও মনে নেই, কারণ -
সে তো আর সিংহরাজ ছিলো না...


কখনো কখনো গরীব দুর্বল মানুষও দেখেছে,
তারা কিন্তু কেউ তত চতুর ছিলো না-
যেমন করে ধূর্ত শেয়াল, রাজা বনেছিলো!
ঘটের সামান্য একটু বুদ্ধি খাটিয়েই...


তবে আর যাই হোক না কেন,
চতুর নীল শেয়াল নিয়ে কখনোই
মানু‌ষের গপ্পো হয় না,
তার স্বঘোষিত রাজত্ব আর টিকলো কই...