রেফরি আসি   বাজায় বাঁশি
          প্লেয়ার কই?
প্লেয়ার মত্ত      যাবে যে তত্ত্ব
          খাবে সে দই।


একটা খাসা   বেড়িয়ে আসা
         মন্দ তো নয়,
সঙ্গেতে আজ     বরকন্দাজ
         চিন্তা কোথায়?


তবুও শোনে     মনের কোণে
           রেফরি বাঁশি,
যায় না দূরে        এ ভবঘুরে
          কাঁদা বা হাসি?


লাভ কি হবে    ফালতু ভেবে
         আজ তো দূরে,
খেলতে যাব      এমন ভাব
         বাজে না  সুরে।


কিছুটা থেকে     রকম দেখে
          রেফরি যায়,
মাঠ যে একা     বিষম ফাঁকা
          ঘাস গজায়!