পৃথিবীর সময় কই,
সুখে বা দুঃখে তোমার কাছে আসার!


তবু যদি অস্তিত্ব রক্ষা করতে চাও,
তাঁরই মাটি হতে একটু ধুলো নাও,
ছড়িয়ে দাও সেতুবন্ধনে।


দেখবে কোনো এক যাদুমন্ত্রবলে,
একদিন মানব বন্ধনে তাও,
সেতু গড়বেই।


আর তোমায় ঘিরে দেখো,
তোমার চারিপাশেই শুনতে পাবে,
অসংখ্য মানু‌ষের কোলাহল।


ওরা সবাই ছিলো,
সবাই আছে,
শুধু চাই একটু কোমল মাটির টান ...


*** দ্বিতীয় সংকলন