সব দেখা কখোনই দেখা নয়,
দেখা হলে কেউ আর একা নয়।
সব সোজা কখনোই সোজা নয়,
মাঝে মাঝে কিছু সোজা বাঁকা হয়।


সব পথ কখনো তো পথ নয়,
কিছু পথে অকারণে ঘোরা হয়।
সব কথা  কখনোই কথা  নয়,
কিছু কথা বুঝলেই বোঝা হয়।


সব স্বাদ কখনোই স্বাদ নয়,
বিস্বাদও জীবনেরই স্বাদ রয়।
মাত্রা যে কখন যাবে সীমানায়,
অসময়ে তাকে খোঁজা বড়ো দায়।