হিমশীতল পাহাড়ের আকর্ষণ বড় তীব্র,
জালঘেরা গাড়িতে আছো,
ভালোই আছো!
তবুও সে থাকায় মন ভরে না,
স্তুপাকার বরফের টানে...
বাইরে...


আনন্দের ক্ষণে খেয়াল থাকে না,
বরফ চাপা কন্দরগুলো,
যা সবসময়ই মেপে চলতে হয়।
তার জন্যে হাতেই তার হাতিয়ার-
অতলান্তে...
গভীরতা মাপার।


এদের এড়িয়ে যদিওবা পারো,
কয়েক কদম এগিয়ে চলতে,
আবারও বিভীষিকা-
বহু আলগা পাথরের,
অসহনীয় বাতাসের প্রবা‌হে
একটু ভুল মাশুল ছাড়া...


তবুও শীতল চুড়ো হাতছানি দেয়...