একটা গুমোটভাব আবহাওয়ায়।
গাছ তলার ছায়ায় খুঁজছিলাম টুকিটাকি,
ভয় ছিলো বৃষ্টি না নামে,
তাই গাছতলা হতে আশ্রয়চ্যুত।  
কিন্তু আঠারো পা না এগোতেই ঝড়।


পাশের মাদার গাছটা যেন কাঁটা ছড়াচ্ছে,
পারিপার্শ্বিক চাপে দোলা লেগে,
সে কী তড়পানি!
তার এমন অস্বাভাবিক রূপ,
আগে দেখি নি।


এমনটা যে হতে পারে জানতাম,
কিন্ত বড্ড তাড়াতাড়ি!
সময় দিলো না বেশ কিছু পা এগোবার,
এক‌টি ছাদই খুঁজছিলাম,
একটু বিশ্রাম।


খেতে পেলে শুতে চায়!
ভাবতে ভাবতে ঝড়কে কলা দেখিয়ে,
বৃষ্টি নামলো অঝোর ধারায়।
শুরু হলো প্রকৃতির নতুন নাচন,
বেড়োবার উপায় নেই, হার মানলাম।


শত শত চিন্তাকে বিশ্রাম দিয়ে,
দেখছিলাম অবাক হয়ে,
শান্তির দূত কীভাবে জায়গা বুঝে নেয়,
কায়াকে বিলিয়ে দেয় -
মায়ার জগতে।