যাবার বেলা গোছাতে গিয়ে দেখি,
কিইবা নেব?  সবটাই তো ফাঁকি।
যা কিছু দিয়েছি দুহাত উজাড় করে,
তাতেই নৌকো দিব্যি গিয়েছে ভরে।


সারাবেলার মজুরী হিসেব করি,
শূন্যই মেলে, বাকী নেই কানাকড়ি।
যে ভালোবাসা দিয়েছি আপন বলে,
গভীর পাঁকে সবটাই গেছে চলে।


কৃতকর্মই বর্ম হয়ে আছে,
মন্দভালোর হিসেব সেই যাচে।
দুদিন বাদে রাখবে না কেউ মনে,
বাস্তব শুধু মায়ার মন্ত্র শোনে।