আমার বেলা মায়ের শুধু
                  পড়্,পড়্ আর পড়্,
সত্যি বলো তুমিও কি মা
                     সাম্‌লাচ্ছ ঘর?


দাদুন রোগে নিত্য ভোগে
                    রানু মাসিই দেখে,
সময় কই দেখার মতো?
            চলে যাও একা রেখে।


ঠাম্মাকে বাবা করলো টা টা,
                    আশ্রমেই থাকে ;
ভাগ্যি দুদুন, ঠাকুর দা
              যায় নি এসব দেখে!


তবে বা কেন আমার বেলা
          নোটিশ কেবল "পড়"?
এসব কথা যায়না বলা
               বয়সে যে সব দড়।


মা গো, তুমি তো সকলের মা,
          তোমাকে গোপনে বলি;
আমার শুধু ইচ্ছে করে
              একসাথে পথ চলি।