চলতে চলতে কখ‌নো বা দেখি -
আমার স্বপ্নতরী,
সেই পালতোলা ময়ূরপঙ্খীটির মতোই।
বুড়ো বটগাছের ঝুরি,
নেমে আসা গাছের তলায় আশ্রয় নেয়...


সেখানে অপরিশোধিত গঙ্গাজলে,
জোয়ারে ভেসে বেড়ানো -
কচুরিপানার ছোট ছোট গোষ্ঠী,
খালের পরিসীমা পেরিয়ে ;
অজস্র ময়লা বহন করে, এখন বিশ্রামে...


তবুও পূণ্যতোয়া নদীর নামেই যত্ত কসরত,
জাহ্নবীর জহ্নু বেয়ে রক্তের ধারা -
এখন কমতির দিকে,
নাব্যতায় টান বহুকাল আগেই শুরু হয়েছিল,
সন্তানের গোছগাছে মা যথারীতি  জরাজীর্ণ ...


আর বুঝি ময়ূরপঙ্খী স্বপ্নে ভাসবে না...