মক মকা মক দাদুর ছন্দে
আনন্দে ওই বর্ষা,
চক চকা চক বজ্র ধন্দে
রাস্তাঘাটও ফরসা।


কড় কড়া কড় বাজের শব্দে
ঘরদোর সব কাঁপে,
গুর গুরা গুর রণন জব্দে
নারকেল গাছ তাপে।


দুর দুরা দুর বুকের মাঝে
আতঙ্কিত মেঘে,
শন শনা শন ঝড়ের সাজে
দুরন্ত হয় বেগে।