অস্কার জয়ী ব্যক্তিত্বটি বলতেন,
ছায়াছবি, কায়াছবি বা উপন্যাসে
কোনো চরিত্রই কখনো তুচ্ছ নয়, নিশ্চিত।
সেটা সবাক চিত্রই হোক বা নির্বাক!
সিদ্ধহস্তে লেখা একটি ছোটগল্প হতে
এটা ছিল আমার এক সাধারণ সংগ্রহ।


জীবনভোর নাটকেরা আসে চলে যায়,
এই সত্য ভাষনটি আছড়ে পরে সীমানায়।
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অজস্র চরিত্র,
মুশকিল হলো, কাউকেই ভোলা যায় না।
কারো গুরুত্ব এটুকুও কম নয়, কারো থেকে।
প্রতিটার প্রতিফলনেই আমাদের জীবন রঞ্জিত।


ঠিক একই প্রতিক্রিয়া মনে উদয় হয়,
কোনো কবিতা সন্ধানে আন্দোলিত হলে।
যদি কখনও এমন কবিতা লিখতে পারি-
যার প্রতিটি শব্দই একদম অপরিহার্য।
যেখানে সামান্য রদবদলও সম্ভব নয়,
তবেই ধন্য হয় সেই লেখা, আর সৃষ্ট হয়
মেদহীন টানটান এক কবিতা সুন্দরী।