মিলবো আজকে   মিলন মেলায়,
সম সুরে তানে   কবিতা ভেলায়।
সূর্য সেনের           মঞ্চ দোলায়,
দুলবে এ মন      রঙিন খেলায়।।


কবি বা অকবি   যাই বলো ভাই,
তা নিয়ে চিন্তা    কিছুই তো নাই।
মন যেটা চায়     তাই লিখে যাই,
তাই তো সবাই   আজ একঠাঁই।।


সুরে না বাজুক     বেসুরেই থাক,
কণ্ঠ শুনাবে        সমাজের ডাক।
যে যতটা পারে      হইয়ে সবাক,
বাজাবো শঙ্খ      নব জয় ঢাক।।


বাংলা কবিতা      ডটকমে সবে,
গড়বো নতুন      পরিবার, ভবে।
তাইতো আমরা    আজ উৎসবে,
হয়েছি মুখর       এই কলরবে।।


আজ সারাদিন      এ মহামিলনে,
আশা করি সাড়া    রইবে স্মরণে।
সত্যেরে যদি         সহজে ভুবনে,
ছড়াতে পারি তো    রব খুশিমনে।।