নিশ্বাসে বিশ্বাস রেখেই কত না নোনা জল,
চারদিকে দেখি ছোট বড় খেলার পুতুল।  
বটের ছায়ায় নিশ্চিন্তে বিশ্রাম- কত ছল!
সবুজ মাঠের দোলা বাতাসেই অনুকূল।


আসন্ন ঝড়ের থেকে বাঁচা গাছ ঠিক জানে,
সাগর ঢেউয়ে বালু মূর্তি ধুয়ে মুছে যায়।
আকাশের তারা মনে হয় বহু ব্যবধানে,
নিশ্বাসের বিশ্বাস যখন ছেড়ে যেতে চায়।


শূন্যে বুলবুলি ডেকে বলে -
আয়... আয়.... আয়....।