কিছু সুলভ বস্তু বাজারেও অঢেল মিলে যায়,
তবু কোনো কোনো ফুল মেলে না জীবনভর,
তাও সেখানেই লুকিয়ে থাকি বিষন্নতার ভীড়ে,
স্পষ্ট উপল‌দ্ধি করি তার দুঃষ্প্রাপ্য রূপমাধুরী।


অবাক বিস্ময়ে ডুবতে চাই আত্মমগ্ন হয়েই,
এক সময় নজর কোণায় যেন আগুনপাখি!
ভাঙ্গা হাটও পূর্ণ মনে হয় - অপলক দৃষ্টিতে,
ঘূর্ণিঝড়ের মত এক ঝলক কান্না - নিম্নচাপে।


চেতনার ডাকে চেয়েছিলাম কেউকেটা হতে,
গোলাপচারার প্রেম যে শীতে ফুল ফোটাবে,
আজকে বসন্ত! কৃষ্ণচূড়ার রক্তিম আচ্ছাদনে -
রাঙিয়ে দিয়েই উধাও হয় মন পলাশের বন।


সত্যের মুখোমুখি হলে আজ বেশ বুঝতে পারি,
কবিতার আনাগোনার পথটি কিছুই জটিল নয়,
কবিরা তাতে রঙ চড়ায়! সে অন্যায্য মানে না,
কিছু কথা বাদ দিয়ে তাই, আবার তা সাজাই...


আবর্জনা ঘাঁটতে ঘাঁটতে ওই বসন্ত উন্মাদনা!
ফুটুক না গোলাপ তার মতো করে ...শীতেই...