তোমাকে দেখলে জাগরণী গানে
মনটা ব্যাকুল হয়,
খুঁজছি অনেক পাতায় শব্দ তুলে,
যতদিন ছিলে এই দৃষ্টি কবলে।
দেখেছি তোমায়
হাজারো সৃ‌ষ্টি মাঝে,
কোণে শুয়ে একভাঁজে,
তবুও তুমি ছিলে আমারই তুমি ...


সৃজনশীলতা বলে যায় কতকথা,
জীবনের কত মুহূর্তে নীরবতা!
বর্ণে বর্ণে বর্নিত ভাবনায়,
উদাসী মন সৃ‌ষ্টি যন্ত্র‌ণায়,
নৈবেদ্যে সন্দেশ রেখে যায়,
কিন্তু থামবার সময় কোথায়?
এসব কিছু টপকেই এগিয়ে চলেছ তুমি,
অনেক বড় ছিলো তোমার চারণভূমি।


পারলে আমাকে স্মৃতি দিয়ে ঘিরে রেখো,
নাহয় লুকিয়েই থেকো নিজে একাকী!
এখনো মধুপ তোমার আঙিনায়,
মধুমায়া বেশে তারা তোমাকে ছুঁতে চায়,
সবাই দেখছে কিন্তু আমার দেখানো পথে-
রইবে তোমার সাথে,
তাদের মধুর হাসিগুলো বিলোলে ঢেকো,
ভুলো নাগো...ওগো ভুলো নাগো....