ভরা পূর্ণিমাতে দাউদাউ বরফ জ্বলছিলো,
সে কি শুধুই দেখবার জন্য,
না কি একাধিক মনের টানাপোড়েনে
জানি না।


আরও অনেকবার ঘোর অমাবস্যায়
জ্বলেছে বরফ,
বরফ গলেনি তবু।


চোরাস্রোতে কালের স্রোত থমকায় না।


সামনে শিশু
পিঠে বোঝা মা,
কিছু না বুঝে পাতা ভরে যায়।


ওদের চোখে বোঝা মানে বোঝা।
ওদের দেখার জন্য দূর দূরান্তের থে‌কে
পর্যটক আসে,
ছবি তোলে,
মনের ছবি কখনোই ওঠে না।


আমি তাই আরোও একবার
চোরাস্রোতের ছবি তুলবো বলে
অপেক্ষায়।