আপনি বাঁচলে বাপের নাম বলে
জোয়ার জলেই ছাড়ে গাঙ
কতই শান্তি ভালবাসা
রঙিন স্বপ্নে শুধু গৃহযুদ্ধের ভাষা...


মুখোশ আড়ালে
চোখগুলো জ্বলজ্বলে
হিংস্র আর বড়ই কদাকার
পিঠ বাঁচাতে কঠিন সংস্কার...


পালিয়ে পালিয়ে নিজের জন্যেও আঁচড়
কখ‌নোবা বুকে একটু মোচড়
খচখচ আর যায়না,
নবকুমারকে বাঘে কিন্তু খায়না...