ভোরের আলো বলে সকাল হলো,
তাও  বসন্তদূতের  পাইনি  সাড়া।
জীবন তরি  স্রোতেই  বয়ে গেলো,
ভোরের আলো বলে সকাল হলো!
পথের পথিক পথটি মেপেই চলো
তবেই মিলবে  মুক্ত  পথের ধারা।
ভোরের আলো বলে সকাল হলো,
তাও  বসন্তদূতের  পাইনি  সাড়া।