মুষলধারে বৃষ্টি হচ্ছে
মাঠের স্বপ্ন ঘাটেই শেষ,
লকডাউনে সৃ‌ষ্টি ডুবছে
করোনার কি কাটছে রেশ?


চতুর্দিকে চিল শকুনে
করছে আয়েশে লাশ দখল,
আপন মনে ফাতনা গুনে
লাগছে নিত্য গণ্ডগোল।


এর মধ্যেই বৃষ্টি আসে
কুকুর বেড়াল নাচতে লাগে,
গুনগুনিয়ে সৃ‌ষ্টি রসে
ভাগাড় খোঁজে নতুন ভাগে।


দৃশ্যগুলো এমনি মজার
বিবেক বুদ্ধি লজ্জা ছড়ায়,
প্রশ্নই নেই কোনো সাজার
মুশল বৃষ্টি হোক এ ধরায়।