চশমার কাঁচ জলে
ঝাপসাই দিনেরাতে,
শিখিপাখা মনে দোলে
শ্রাবণের শেষ প্রাতে।


তোলপাড় বন্যারে
ডেকে নিয়ে নদীখাতে,
সাথী করে কন্যারে
ঝাঁপ দেয় বর্ষাতে।


রেখে দেব মনছবি
কলমের কালি নেই,
দিনশেষে গত রবি
বাঁকাচাঁদ ফালি সেই।