অনেক দিনই লকডাউনে পথে নামি নি!
ঘরে বসে চা খেতে খেতে কাল দেখেছি-
কেউ কেউ ভিনরাজ্য হেঁটে পাড়ি দিচ্ছে,
সবাই নামগোত্রহীন বেওয়ারিশের দল।


নাঃ,আমার পায়ে কাদা লাগেনি এখনো।
তাই ওদের চাপা দিয়ে ট্রেন চলে গেলেও,
ভাবিনি, ট্রেন ছিল আনার-তা কই গেলো?
এভাবে ঘরে থে‌কে থেকেই দূর...বহুদূরে।


মাঝেমাঝেই ভাবি আমিও কি নিরাপদ?
বিরাট শূন্যতা মাঝে পূর্ণ জীবন, সম্ভব!!!
ভেবে ভেবে যখন অতলে হারাই নিজেই,
বেশ বুঝি, ভালো আমি ছিলাম না- নেই।