তুমিই আমার হঠাৎ চাওয়ার একলা নদী।
বৃক্ষের শেকড়ে ধোয়া, মাটির বাঁধন ছোঁয়া,
এলোমেলো বৃষ্টির খোঁজে এখনও
সেই তোমারই আঁচল ধরতে-
পাগলপারা আমি ছুটেই চলেছি অনন্তকাল...


সাঁঝে একবার কালবোশেখি এসে,
ছন্নছাড়া করলো গাছপালা!
টাপুর টুপুর শিলের ধাক্কায়
দেখেছি পড়ন্ত আমের কুশি,
উষ্ণতার সবুজাভ ওড়না ঢাকা গল্প কবিতা...


যখন ওই তুমি তোড়ে বাও ধাপে ধাপে সিঁড়ি,
এক একসময় গল্প হয়ে ওঠো!!!
গড়ে ওঠে পলির আস্তরণ,
তোমার বুকেই মহাসুখে নাচে নটরাজ,
জেগে ওঠে নতুন কোনো উপনিবেশ হয়তোবা...