সাগর নীলে আকাশ মিলে
যেখা‌নে হারিয়ে যাচ্ছে,
সেই দিগন্তে চোখ অনন্তে
আটকে শুধু থাকছে।


ঢেউ আর ঢেউ দেখে যে কেউ
বিভোর সাঁঝের বেলা,
সূয্যি মামার অস্তে যাবার
চলছে রঙিন খেলা।


দিনের দুঃখ মনের সুক্ষ্ম
অনুভূতির সাথে,
নীলে ভরিয়ে লাল ছড়িয়ে
চললো উদয় হতে...


জানেনা রবি অস্তের ছবি
নেই তো তার ইতি,
উদিত হবে জগৎ পাবে
নিত্য নতুন গতি।