অসুর তখন  এক  সমস্যা পাহাড় গড়ে ফেললো।
নিজেকে আড়াল করে রাখতে  যারপরনাই  ব্যস্ত,
ঢেঁকিতে চড়ে রামের দেশ পেরিয়ে সাদা তুলোর দেশে।
অকালবোধনের আজকে দিশা পাল্টে গেছে -
অত্যন্ত সংগত আর নিতান্তই  স্বাভাবিকভাবে।


সেখানকার পরিবেশ একদমই অন্যরকমের।
তখনও লঙ্কায় রয়েছে কিছু বুদ্ধিজীবী হনু,
বিপ্লবীরা স্বপ্নে আবদ্ধ আত্মবিসর্জনে।
বোকাবুদ্ধির দল তৈরী হচ্ছে যুদ্ধের জন্যে,
আদৌ বিশ্বাসী নয় যারা মাতৃপ্রেম স্রোতে বদ্ধ।


গুলগপ্পোর যোগানে পাচনতন্ত্র পরিপূর্ণ।
নিজের কালোহাত সংকোচে সঁপে দিলো আলোর হাতে,
জানিনা এ কোনো করমর্দন না আত্মবিলোপন।
যাই হোক,এটাই অকালবোধনে রক্ষার উপায়!
কারুরই ধারণা নেই বাঁশ কত শক্ত হতে পারে।