একবার বোতলের মুখটা খুলে দাও
থইথই মধুপোকাদের নাচ চারপাশে
জীবনকে জানতেই পারো যদি চাও
প্রশ্ন শুধু,ক্যালেন্ডার কেন মৃতঘাসে?


পুরাতনী দিনে শিবরাত্রির কেন্দ্র পথে
চলতো উপোস শিবসম বর দরকার,
কেউ জানতো বল, উপোস কাটাতে
অসংখ্য শিবেরা যে ঘুরবে চারিধার!


সত্যি কি পারো বলো তৃষ্ণা মেটাতে?
নাকি সেও ছলাকলার জীবন নাটক!
আজ কামনা ধুপ পারবে না নেভাতে,
কারণ তাণ্ডব-লীলার যে দারুণ চটক।


মায়াজগতের সেই পাপী জীবন জলে,
আত্মা হাসে মিটিমিটি দায় নেই বলে।