এই যে আমি
মরিনি বলেই এখনো বাঁচি
কেউ পাঠাচ্ছে রাঁচি
(ভালো কি আর আছি)
তবুও রয়ে গেছি...


এই যে আমি
এক সমুদ্র চোখের জলে
কখনো কিছু লবণ-জল গিলে
(বলো থাকছি কিসের বলে?)
যাই নি আজও ভুলে...


এই যে আমি
লোকের কথায় দিব্যি নাচি
(হলেই বা মৃত্যুর কাছাকাছি)
না ভেবেই দোরে পৌঁছেে গেছি
তাও তো বেঁচে আছি...


তবুও আমি
আমার আমিকে যত্নে রেখে
(কখনো সুখে কখ‌নোবা নেহাত দুখে)
এখনও ওই মাটির বুকে
নেহাত ঝোঁকে, শুধুই কী আর ঝোঁকে...