রক্ত-জাতে কিছুই প্রভেদ নেই,
ভিন্নতা কই মাতৃদুগ্ধ স্বাদে?
শিশুর হাসি চলে খেলাচ্ছলেই,
দুঃখ পেলে একইভাবে সেও কাঁদে।


তবুও কেন নীতির এ বেদম লড়াই!
কোন শাস্ত্র বিধি মেনে এরা চলে?
চোখের জলেতে খোলামকুচি ভাসাই,
ধ্বজাধারী যত ওপরতলার কবলে।


হিংস্রতার চূড়ন্তে যারা ঘোরে,
আড়ালে থেকেও নজর ঠিকই রাখে!
কুকুরের মতো পিছে ঘেউঘেউ ক'রে,
কবর খুঁড়েও চুপচাপ মজা দেখে।


হায়রে সমাজ নী‌তি,
জানিনা কোথায় ইতি!