খোকনেরা গাছে চড়ে
                 ডাল মট মটাস,
ছানা পাখি মাকে ধরে
                 নয় ধপ ধপাস।


যৌবন উড়ে দেখি
             চায় ভালোবাসতে,
শুঁয়োপোকা বদলে কি
             যায় বিয়ে করতে।


বর্ষায় পিঁপড়েরা
            ডানা মেলে মরতে,
গৃহের গর্দভেরা
             ছোটে ভার ধরতে।


শ্যামাপোকা আলো শোকে
                চায় শুধু পুড়তে,
তালাচাবি ভেঙে লোকে
             রথ খোঁজে চড়তে।