চলন্ত ট্রেনে বসে দেখি দৃশ্য বদল,
কী ভীষণ বেগে ছুটে চলে সবুজ প্রান্তর...
তাল মিলিয়ে 'একটাও তোমাকে' পাই না।
তুমি কিন্তু পলাশ ফুল হাতে,
দাঁড়িয়ে আছো আজো প্রতীক্ষায়!
ষ্টেশন চলে যায় গতি নিয়েই,
আর আমি গাড়ির কামরায়।


যেদিন ভেসে গেছে আলোর অভাবে,
তাকে তুমি দেখতে চাওনি কখনোই...
তখনকার সেই  চপমুড়ির দিনগুলো -
একদিন বদলে যাবে এটাই স্বাভাবিক।
তুমিও তো বদলই চেয়েছিলে,
তবে আজ কেন খুঁজছো অমল রোদ?
যখন, আমি বসে ট্রেনের এ.সি কোচে...


অনবরত বাঁক নিয়েই পথ চলে যায়,
জানিনা মোহনা আর কতদূর ...