পাগল ঝড়ের হাওযায় দেখি
থমথমে আকাশ ফুঁড়ে খানকতক তারা
ভাব গম্ভীর কোন বিষাদ সাগরে যেন
একটুকু উজ্জ্বলতা ছড়ায় সামান্য ছোঁয়ায়
যদিও জানি, নীরবতার গভীরে
সে হারিয়ে ফেলেছে জ্যোতির অস্তিত্ব...


লক্ষ্যশূন্য জীবন জুড়ে অসংখ্য না-চাওয়া
কামনার বিলাসিতায় অধীর...উদ্বেল...
বারবার অলক্ষ্যের নক্ষত্রপূঞ্জেরা
একসময় হতাশার আঁধারে দূরে চলে যায়
ভেঙে যায় বহু কষ্টার্জিত মিনলমেলা
অচেনা গহ্বরে বুঝি কালো ভ্রমরের অপেক্ষা...


ঝড় কেটেছে এখন বাদলা আমেজ
রাতের জোনাক হট্টমেলায় হারায়
মৃত স্বপ্নজাল যখন তখন তাড়া করে
আবারও তাই খুঁজি এক নির্জন সন্ধ্যা
যেখা‌নে লাল সমস্যা নীল পাখির ঠোঁটে
আর পালক দিয়ে গোঁজা সব সোনালী দিনগুলো...