তখনও তুমি বদ্ধঘরে।
তোমায় দেব বলেই
পলাশ ফুলের মালা গাঁথা আমার,
কড়িকাহিনি...
জানালার ফাঁকে ছিলো,
দিলাম ফেলে চিরকুটটা।


না, কোনই
গোলাপ রঙিন পত্র নয়!
কেবল একটি শব্দ '
অপরিচিত'।


আরাম কেদারা জীবনে
বিলাস হাতে ছিলো,
একখণ্ড মেঘের মত
'তসলিমার নির্বাসন'।


চোখ মেলে হঠাৎ দেখা,
দৃষ্টি বিনিময়,
লেখাটি হাতে তুলে নিলে।


ভাবনা তখন আমার
ছুটছে দুরন্ত গতিতে।


অথচ সামান্য মুচকি হেসে,
স্বগতোক্তি -
পলাশ রাঙ্গা মালা!!!


দু চোখ কেমন ঝাপসা হয়ে এলো,
শুধু শেষবারের মতোই,
মুখ ফস্কে -
বেরিয়ে এলো একবার ,
অ....পরিচিত....