নেতার মুণ্ডুপাত করি, টি.ভি.তে
কেউ দেখে না
বৈপ্লবিক গান গাই, বাথরুমে
কেউ শোনে না
আমিও কাউকে শোনাতে কিম্বা
দেখাতেও চাই না,রিস্ক আছে...


রাত এলেই স্বপ্নে প্রতিবাদ
হিমেল ঠান্ডা বাতাসে
চেতনা ডানা মেলে দেখি
উড়ে যায় আকাশে
আর আমি খুব বেশি হলে
জানালার গা ঘেঁষে....


আবারও দিনমানে
চায়ের পেয়ালায় তুফান
ঘরের সকলেই জানে
একা একাই দিন গুজরান....