মনের ছবি নিচ্ছ কেড়ে,
বলো, কিভাবে উঠি বেড়ে?
সব স্বপ্ন মিলিয়ে যায়,
মাঠে,ঘাটে - মন কোথায়?


সময় কই?  দেখব বলে,
আছে দু'কান দিচ্ছ ম'লে ;
কানে নেই তো দাদুর গল্প,
নেই কল্পনা - আদৌ অল্প।


হার মেনেছি সব ছেড়েছি,
মস্ত হবার স্বপ্ন দেখছি ;
কুটিল থাবা চাবুক মারে,
বুমেরাং তা - পড়বে ঘাড়ে।


দেখো তখন সময় নেই,
বিদেশে পাড়ি! ঘটবেই ;
স্মরণে রেখো, তোমার স্বপ্ন-
পাবে না আর কোনোই যত্ন।