একটা মানুষ দিও - হে ভারত মাতা
মহাপুরুষ বা কাপুরুষ কোনটাই নয়
এক‌টি নির্ভেজাল মানব তনয়
নর হোক, নারী হোক, হোক না অপর,
নাহয় হোক না কেন কোনো অর্ধনারীশ্বর,
একটা মানুষ দিও, হে জগত ত্রাতা...


এক‌টি নির্ভেজাল মানব তনয়
না! কোন দেব নয়, নয় শক্তিধর দানব,
মানবতার প্রতীক শুধু একটা মানব,
নয় মূর্খ, নেই তর্ক, নয় বা পণ্ডিত,
চাই কিছু ধৈর্যে স্থিতিশীল ভিত,
এক‌টি নির্ভেজাল মূর্ত বিনয়...


মানবতা দিয়ে গড়া এক‌টি মানব
রইবে আলো, ঘুচবে কালো, শ্বেত অধিশ্বরে,
নৈতিকতা, বিশুদ্ধতা, বন্দী খাঁচা ঘরে,
ধূর্ত নয়, কপট নয়, না থাকুক ছল
চাই একটা শান্ত সৌম্য এবং নির্মল
মানবতা দিয়ে গড়া মানব গৌরব...


এক‌টি মানুষ দিয়ো হে ভারত মাতা
ওগো বিশ্বপিতা...