পানের থেকে চুনটা খসলে
বুঝবে সবাই ভুল,
রঙ মিলান্তি খেলায় শুধু
চোখে সরষে ফুল।


ঝোড়ো বাতাস বইলে দেখি
ছিন্ন ভিন্ন মূল,
কাছের ভেবে মানুষ খোঁজা
শূন্যেতে নির্ভুল।


কদম্ব ফুল মাথায় গুঁজে
বাঁধলে খোঁপার চুল,
নাগিন আমায় বিষ দংশনে
ছিড়বে বাগের গুল।


কাজ কি বলো ভালোবেসে
সাজাই মনের ঘর,
ভাঙবে ও ভুল দেখো একদিন
বিদায় নেবার পর।