পলক না পড়তেই পাতাটা উল্টে দিলে,
নজরে না পড়াটাই স্বাভাবিক!
গুরুত্ব কখনো সবাই একই রকম পায় না,
আর আমি কখনো এমন দাবীও করি না।


অথচ একটা জীবনের অভিজ্ঞতা ছিলো ওখানে...
জানি, তোমার তা দেখার সময় ছিলো না।
এভাবেই একটা একটা করে পাতা উল্টে গিয়ে,
তোমার যাত্রা ছিলো অব্যাহত...


তবে কেন এ রকম হলো?
এটাই কি হঠাৎ ডুবে যাওয়া অতলে?
তোমার হাত কেঁপেও বেরিয়ে এলো কিছু উত্তর,
আমি কিন্তু শুধুই ছোঁয়া এড়িয়ে গেছি।


সেই এক পলকে তুমিও কি দেখতে আমায়...