তীর ছেড়ে নৌকোয় উঠলাম,
দোলা সামলে দাঁড়ানো গেল না,
হাল ধরতে না পেরে,
ঘুর্ণির বিপর্যয়ে ক্লান্ত হয়ে,
বসে পড়লাম, চক্কর লাগলো বেশ ...


হতাশ চোখে দেখি পার এখনও খানিক দূরে,
ওখানেও শান্তি তো কিছু কম ছিলনা,
কেন যে মিছিমিছি নৌকোযাত্রার বাসনা...
পারাপারের মধ্যেই রোমাঞ্চ হয়তো বা...
নাকি আরও কিছু কুয়াশা আবৃত?


এখনো বসেই, তবে হালে পানি মিললো ,
যদিও পালে হাওয়া লাগেনি এখনো,
সবাই অভ্যাসের দাস,
ব্যাতিক্রম হয়নি আমারও কিছু,
এখানে বসে পালে হাওয়া লাগার প্রত্যাশায়...