অঝোর ধারে বৃষ্টি ঝরে,
নেই করুণা ধারা।
বন্দী ঘরে কেমন করে,
পাবো আলোর সাড়া?


সব যা দেখি বড্ড মেকি,
মঙ্গল! কে চায়?
বিবাদ করে নিত্য মরে,
কে বড়ো পাল্লায়?


হাসপাতালে জায়গা মেলে,
সে সুযোগও নেই?
করোনা রোগী, না কষ্টভোগী!
কে বলো থাকবেই!!


লকডাউনে দর আগুনে,
কেনার টাকা কই?
কে ভিখ দেবে? কিভাবে পাবে?
ভেবে অবাক হই।


কেমন ভাবে জান যে যাবে,
দেখছি হাত গুনে।
করোনা গ্রাসে, নাভিশ্বাসে!
না...লকডাউনে?