এক) গণনা


কাজে বেশ হাতযশ কাজটাও একটানা,
চোখে ঠুলি পাখি বুলি হাতে ধরা হাতখানা,
যজ্ঞের হোমানলে,
কেরামতি ভালো চলে,
দু এক ঘা পিঠে দিলে বাপ বলে ভাগে সোনা।


দুই) অলস কলস


আরাম হারাম হ্যায় বিজ্ঞেরা তাই বলে,
গরম, ওজন বাহানা, এই টাই বলা চলে,
হাঁটলেই বাড়ে বাত,
দিনরাত কুপোকাত,
ঘটি নিয়ে হুটহাট মাথামুড়ে জল ঢালে।


তিন) ভুঁড়িভোজ


রোজরোজ ভুঁড়িভোজে পরিনাম খাসা,
মেদভরা চেহারা - দুধ আর বাতাসা,
ছোড়ারা মন দিয়ে,
ছুড়ির শান নিয়ে,
হররোজ করে কত ঠাট্টা তামাশা।


চার) মাদকতা


বোতল ভরা ঠান্ডা জলে ওরা ডুবে,
রঙিন কিছু পানীয় সহ খাবি খাবে,
রাস্তায় বেড়িয়ে,
দুটি হাত বাড়িয়ে,
বাইকে ধোঁয়া ছেড়েই জীবন গড়াবে!


পাঁচ) উজবুক


ফুল ফোটে অলি জোটে গর্জায় বন্দুক,
কেউ কোনো বাধা দিলে হয় সব নিন্দুক,
হানাদার দানা পুরে,
দিনরাত যায় ঘুরে,
বাবা, মা মানেনা ওরা ; একি মহা উজবুক!!