এক) চোখের ভুলে


চোখের জলের মূল্য কোথায়?
প্রার্থীতা তাই মনের আশায়-
বন্ধু না খুঁজে,
প্রভূকেই বোঝে।
বন্ধু - কিন্তু জীবন গাঁথায়!


দুই) কুমির যদি কাঁদে


করোনার ভারে আর উমপুন ঝড়ে,
মুখভার সবাকার প্রতি ঘরে ঘরে।
উন্নয়ন বুলি,
নেতার ঝুলোঝুলি,
গম্ভীরভাবে সব কাঁদে দপ্তরে।


তিন) ভালো রে ভালো


লকডাউনে বেড়েছে বেকার,
বাইরে গেলে রোগের শিকার!
জীবন মরণ,
সমান এখন,
বেঁচে আছি! নাঃ বনেছি জোকার?


চার) ছাড় নেই


থাকলে পেটে ভাত সুখে দিনরাত,
তাও মেলে না ছাড় ভয়ে কুপোকাত।
অনেক ধনী হলে,
কাটে হাসপাতালে,
আতঙ্কেও - কেউ তো দেয় না সাথ।


পাঁচ) বিনামেঘে বজ্রপাত


ধরণী দেখি চঞ্চলা হায়!
প্রেম প্রকৃতি চতুর্দোলায়।
তাল বেতালে,
দোদুল দোলে,
শান্তিবাণী জীবন ভুলায়।