এক)আবিস্কার


সবাই বসে হাত না ছুঁয়ে,
ফেরেশতা ওই নামবে ভুঁয়ে!


দুই) বিপ্লব


রক্তবীজের তক্ত যায়না,
কলমে করে কলম বায়না।


তিন) তবুও জঞ্জাল


অহংচাষে ভড়ং বাড়ে,
মাধবীরে দুমড়ে মারে।


চার) হতযৌবনা


দিনের বিশ্বাস রাতের ত্রাস,
জীর্ণ দেহে অবিশ্বাস।


পাঁচ) মুক্তহোলি


দিনরাত্তির করুণ খেলা,
যোগ বিয়োগে ক্লান্ত বেলা।