যখনি সামনে দেখবে অল্প এটুকু বোঝা,
দূর হতে দেখেই চলে যেও, ইচ্ছে মতন।
জোড়াতালি আমি একদমই ভালোবাসি না।
অনেক হাসি অনেক কান্নার প্রান্তে এ জীবন,
প্রতি পাথর টুকরোগুলো মনে রেখে দেব।
জোর করে বেড়া টপকে কোনো সুখ মেলে না।


এতকিছুর মূল্য ভুলে যদি যেতেই চাও -
সেখানেও থাকবে না কোনো রক্তিম নিষেধ।
বা কাঁচের স্বর্গে উর্বশীর মনভোলা  নাচ -
যা তুমি অনেক দেখেছো,আমারই মতন।
খুৃজলেই কি পাওয়া যায় অন্য কোন মন -
যেখানে কাব্য এসে আকাশ রঙ ছুঁয়ে যায়।


বারবার কোমলতার সন্ধানে অনেক ছুটেছি,
কায়া মায়াময় - কামনায় পোড়ে অহর্নিশ,
নাহয় এগিয়ে যাই আরো কিছুটা কদম।
যেতে যদি হয় যাই চলো সমুদ্র অতলে,
প্রেম সাগর নীলে মিশুক অসীম আকাশ!
না হয় সেটাই হোক স্বচ্ছ পরশ পাথর।