কখনোবা বোঝা অনেক সোজা
কখনোবা সোজা নিজেই বোঝা!
ঘুঁটিকে সাজানো কঠিন বেশ
জানি তো কিছুই হয়না শেষ।


একদফা ধূলো জমলে কোণে
উতলা মনটা দিনই গোনে,
ঘরেতে বসে ঘষাকাঁচে  চোখ
হ্যালোজেনের পূর্ণিমা শোক।


ভয়েই তবু জানলা খুলি না?
কখনো বাজে না এ মনোবীণা,
উত্তর তার কোথাও মেলে না।
তবে এ কোন জীর্ণ মহিমা!