সূর্য আলো দিল বলে আমরা আলোকিত,
সেই ফুলটিও বঞ্চিত হয়নি কখনো,
নিজ কর্তব্যে বরাবর পারঙ্গম,
নইলে পৃথিবীর রঙ ঠিক বদলে যেতো ...


শীতল আমেজেই ঘাসের ডগায় শিশির,
দলিত করেছে দেখি মানুষ বারংবার,
কত যে ঘাস জীবন দিয়েছে, কেই বা জানে?
আর শিশির করছে সূর্য প্রতীক্ষা...


তবুও সূর্য বা শিশির কেউ জানতো না,
ফুলেরও গঞ্জনা সহ্য করতে হয়,
সহাবস্থানে মোহরূপ আড়ালে  থেকেও,
রাক্ষুসির দুর্নাম কিছুতে ঘুঁচলো না ...