বসন জমকালো
মন দুরন্ত
স্বচ্ছল মগ্ন জল
রঙিনের মেলা।


বসন খোলামেলা
মন চঞ্চল
কালবোশেখী জল
নিদাঘ প্রবল।


বাঁধনের দিন
লজ্জা রাঙা মুখ
ছায়া নিকষিত জল
প্রবল বাদল।


আঁচল বসন
মন বাঁধতে মন
ঝর্ণা হিমেল জল
সুরে আগমনী।


সাজ বদল পালা
স্ব ভাবনে মন
শেষ জোয়ারের জল
নবান্নে বিভোর।


শ্বেতশঙ্খ বসন
কায়া শূণ্য মন
শীতল কালো জল
নিদ্রা ব্যাকুলতা।